Poems by Priyanka Neogi (India)
কবিতা: নারী তুমিও পারো
পর্যায়:বাস্তব
কবি : প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:2.9.20
________________
আগে মানুষ হিসেবে বাঁচো,
তারপর নারী হিসেবে বাঁচো,
মাথা উচু করে বাচাঁর চেষ্টা করো।
যুগের পরিবর্তন হয়েছে,
তাই অনেক কিছুরই পরিবর্তন হয়েছে,
নিজের সিদ্ধান্ত, স্বাধীনতা,ইচ্ছাকে গুরুত্ব দাও নারী,
তুমিও পারো অর্থনৈতিকভাবে সনির্ভর হতে,
একই কাজ করতে,
আত্মনির্ভর হও,সচেতন থাকো,
কারো আয়ত্ত সহ্য কোরো না।
তবে শ্রদ্ধা,ভক্তি ও আন্তরিকতার সাথে চলো,
মায়া মমতা দিয়ে পৃথিবী ভরিয়ে রাখো।
তবে অন্যায়ের সাথে আপোষ কোরো না,
সবসময়ই ন্যায়ের পথ অনুসরণ করো,
পুরুষ জাতিকেও সম্মান করো,
সাহসিকতা ও যুক্তির সাথে চলো,
নিজের আত্মসম্মান নিয়ে এগিয়ে যাও,
নিজের জন্য নিজেই যথেষ্ট হও নারী।
তুমিও পারো নারী,
নিজের মত করে জীবন কাটাতে,
বাঁচার মত করে বাঁচতে।
……………………………………….
কবিতা:ব্যস্ত
কবি:প্রিয়াংকা নিয়োগী
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:28.11.20
……………………………………….
কেউ ব্যস্ত "দেখানোতে",
কেউ ব্যস্ত কাজেতে,
কেউ ব্যস্ত কারো ফোন এড়াতে,
ব্যস্ত কেউ "এড়াতে" অপ্রয়োজনীয় মানুষটিকে।
কেউতো লুকোচুরি খেলতে,
কেউ পড়াশোনা করে ভালো কিছু হবার নেশায় ব্যস্ত।
কেউ নেশার টানে "নেশা খাওয়ার" পেছনে ব্যস্ত,
নিজের অজান্তে সময় অপচয় করতেও অনেকে ব্যস্ত,
ব্যস্ত "নেট দুনিয়ার" সব জানতে,
কেউ ব্যস্ত জ্ঞান দিতে,
কেউ ব্যস্ত নিজের মত করে চলতে,
কেউ ব্যস্ত দারিদ্রতা ঘোচাতে,
কেউ অবসর সময় সর্বোচ্চ সুখ পেতে,
কেউ একটু খাবার জোগারে,
আবার কেউ ডাইট করতে অভ্যস্ত হয় "একটুখানি খাবারে"।
সমাজ সেবিরা ব্যস্ত সমাজের সেবা করতে,
আবার কেউ দাদাগিরি দেখাতে,
এই পৃথিবীতে ব্যস্ত সবাই,
নিজের মত করে।
……………………………………….
কবিতা:তুমিতো,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
……………………………………….
তুমি শ্যামলা, কালো না ফর্সা,
তাতে কি যায় বা আসা।
তুমি হওনা যেমন আকার ও বর্ণের অধিকারী,
তুমিতো তোমারি।
তোমার রঙের চেয়েও
গুণের কারূকার্য হওয়া বেশী জরুরী।
তুমি লম্বা না খাটো,
রোগা না মোটা,
তাতে কি?
ঈশ্বরের দান
যদি হয় গুণে পরিপূর্ণ,
তাহলেইতো তুমি অনন্যা।
কেউ বলুক তুমি দেখতে মন্দ,
তাতে কি বা হল!
তোমার নিজের প্রতি ন
ভালোবাসাই যথেষ্ট।
তোমার কর্মফল হবেই এমন
তুমি না থাকলেও
তোমার কাজের আলোচনা হবে
যেথায় সেথায়।
তোমার আত্মবিশ্বাস ও আত্মসম্মান যেখানে সবকিছ,
সেখানেতো ঠায় পাবেনা আর কোনো কিছু।